টাংগাইলের ঘাটাইলে বেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে নষ্ট করছে পরিবেশ ও জমি

মোঃমোশারফ হোসেন মুরাদ,ঘাটাইল প্রতিনিধিঃ

টাংগাইলের ঘাটাইল উপজেলায় বেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধ।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,প্রতিদিন বেকু দিয়ে মাটি কেটে ট্রাকে ট্রাকে বিক্রি করছেন কুচুক্রি ব্যবসায়িরা।

প্রত্যক্ষদর্শীরা জনায়,নুরু নামে এক মাটি ও বালু ব্যবসায়ি অনেক দিন ধরে পাহাড়ি লাল মাটি কেটে ট্রাকে ট্রাকে নিয়ে যাচ্ছে,ফলে নষ্ট করে দিচ্ছে বন ভূমি।গাছের পাতা ও ঘরের টিন মাটির আস্তরণে ঢেকে যাচ্ছে। যার ফলে ধ্বংশ হচ্ছে প্রকৃতি পরিবেশ। শুধু তাই নয় দিনের বেলায় এবং রাতের আধারে বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

এলাকার লোকজন বলে বালু ব্যবসায়ি নুরু বেকু নিয়ে মাটি কেটে আমাদের এলাকার রাস্তা ঘাট বিনষ্ট করছে,এতে করে আমাদের চলাচলে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং আমারা এর সমাধান চাই।এলাকাবাসী বলেন,অামরা চাই অবৈধভাবে মাটি কাটা বন্ধ হোক এবং এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।