টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের
অনলাইন ডেস্ক।।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ডাচরা।
মঙ্গলবার (৪ জুন) টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। ডাচ বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা।
১৯ ওভার ২ বলে ১০৬ রানে অলআউট হয় নেপাল। রোহিত করেন ৩৭ বলে ৩৫ রান।
১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্স ও’দাউদের ফিফটিতে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ডাচরা। ম্যাক্স ও’দাউদ ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া বিক্রমজিত সিং করেন ২৮ বলে ২২ রান।