টি-টোয়েন্টি বিশ্বকাপ: তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের
অনলাইন ডেস্ক।।
শেষ মুহূর্তের রোমাঞ্চকর লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সঙ্গে তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা।টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩ রানেই প্যাভিলিয়নের পথ ধরে চার প্রোটিয়া বোলার। পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেনের ৭৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশর হয়ে তানজিম হাসান সাকিব ৩ টি, তাসকিন ২ টি ও রিশাদ হোসেন ১ টি উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ১১৪ রানের জবাবে ১৭ ওভার শেষে ৪ উইকেটে ৯৪ রান তুলে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলো বাংলাদেশ। কারন শেষ ৩ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ২০ রান দরকার ছিলো টাইগারদের। কিন্তু শেষ ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শেষের রোমাঞ্চে জয়ের সুর্বন সুযোগ হাতছাড়া করলো টাইগাররা।