চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালী জেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার সংবাদদাতা চাটখিল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শোয়েব ভুলু এর চাটখিলের শংকরপুর গ্রামের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বত্তরা।
গত বৃহঃস্পতিবার (৮ আগষ্ট) বিকেলে এ ঘটনা সংগঠিত হয়েছে। জানা গেছে, মূখোশ পরিহিত ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল সাংবাদিক ভুলুর বাড়ি দরজা থেকে বাড়িতে আসতে দেখে বাড়ির লোকজন প্রানভয়ে পালিয়ে যায়।
এ সময় দুর্বৃত্তরা কয়েকটি বোমা ফুটিয়ে বাড়িতে ভাংচুর করে, ঘরে থাকা জায়গা জমির দলিলপত্র সহ বিভিন্ন মুল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়।
সাংবাদিক ভুলু জানান, দেশে অস্থিতিশিলতার কারনে থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কার্যক্রম না থাকায় তিনি এ ব্যাপারে সরকারী কোন সংস্থার নিকট অভিযোগ করতে পারেননি।