sakarya escort akyazı escort arifiye escort erenler escort eve gelen escort ferizli escort geyve escort hendek escort otele gelen escort sapanca escort söğütlü escort taraklı escort
sakarya escort akyazı escort arifiye escort erenler escort eve gelen escort ferizli escort geyve escort hendek escort karapürçek escort karasu escort kaynarca escort kocaali escort otele gelen escort pamukova escort sapanca escort söğütlü escort taraklı escort
sapanca escort hendek escort karasu escort sakarya escort sakarya escort sakarya escort izmit escort izmit escort
sakarya escort sakarya escort sakarya escort sakarya escort sakarya escort sakarya escort sakarya escort sakarya escort sakarya escort sakarya escort sakarya escort

নোয়াখালীতে একচালা ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত তরুণী

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে একটি একচালার ঘরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে এক তরুণী। তবে পুলিশ আগুন লাগার কোনো কারণ জানাতে পারেনি। তরুণীর মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত স্মৃতি আক্তার (১৮) একই ইউনিয়নের গাজীর বাড়ির কামাল হোসেনর মেয়ে। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্মৃতির বাবা একজন প্রবাসী। সে একচালার একটি ঘরে একা থাকতেন। পার্শ্ববর্তী ঘরে থাকতেন তার সৎমা আফরোজা বেগম। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় কয়েকজন লোক ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়রে পথে দেখতে পান একটি ঘরে আগুন জ্বলছে। দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ওই সময় ঘরে থাকা স্মৃতি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা অগ্নিকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো অগ্নিকান্ডের কোনো কারণ জানা যায়নি। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।