লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাছ হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বুধবার ( ১২ নভেম্বর ) সকালে উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এ মানববন্ধন করেন।
সাংবাদিক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় ৫টা ৫৭মিনিট থেকে ৬টা দুই মিনিট পর্যন্ত +৮০৯৬৪৭৫৬৭৭৪,+৯৭১৫৩৪১৩৮১৮৩,+৯৭১৫৫৪৪৯৩৭০৯,+৯৭১৫২৩৫০২৫৩৭ এ চারটি নাম্বার থেকে ০১৭১৬৪৯৪৩৩৪ এই নাম্বারে একাধিবার ফোন আসে। এসব নাম্বার থেকে কল দিয়ে সাংবাদিক আব্বাছ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। হুমকি দেয়া হয় পরিবারের লোকজনকে।
এঘটনায় সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
হুমকির প্রতিবাদ ও জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের দাবী জানিয়েছেন, জেলায় কর্মরত সাংবাদিকরা। এছাড়াও হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।
সাংবাদিক আব্বাছ হোসেন লক্ষ্মীপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশ ও সম্পাদক। এছাড়া ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোটার, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) ও দৈনিক আজকের পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
মানববন্ধনে লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,অনতিবিলম্ভে হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে। হুমকি-ধুমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবেনা। দ্রুত সময়ে হুমকি-দাতাকে চিহিৃত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসুচি দেয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, হুমকির ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। হুমকি দাতাকে চিহিৃত করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিকে চিহিৃত করে গ্রেফতার করা হবে। সাংবাদিক সমাজের সাথে আইনশৃংখলা বাহিনী সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বিষয়টি গুরত্বসহকারে নেয়া হয়েছে। হুমকিদাতাকে চিহিৃত করার কাজ চলছে। আশা করি দ্রুত সময়ে তা সনাক্ত করা যাবে বলে জানান তিনি। সাংবাদিকদের নিরাপত্তায় সব সময় পাশে আছে জেলা পুলিশ।
