আমি বাঁচতে চাই,আমাকে বাঁচান:একজন থ্যলাসেমিয়া আক্রান্ত শিশুর আকুল আবেদন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার বাঁশখালীর মো. ওয়াসিম নামে এক থ্যলাসেমিয়া আক্রান্ত শিশুর সমাজের সহৃদয়বানদের কাছে আকুল আবেদন ‘‘আমি বাঁচতে চাই,আমাকে বাঁচান’’। ওয়াসিমের বয়স-১২ বছর।তার বাড়ী গ্রাম: মুনছুরিনা বাজার, ৮ নং ওয়ার্ড,থানা – বাঁশখালী, জেলা – চট্টগ্রাম।তার বাবার নাম-নাঈম উদ্দিন,মায়ের নাম-জান্নাতুল ফেরদৌস।
ওয়াসিম দীর্ঘ ৭ বছর ধরে থ্যলাসেমিয়া ( THALASSEMIA ) রোগে ভুগছেন। প্রতি সপ্তাহে এক ব্যাগ রক্ত দিতে হয়। রক্তের গ্রুপ এ পজেটিভ। এখন ডাক্তার ওয়াসিম কে অপারেশন করতে বলে। অপারেশন খরচ ব্যয় বহুল যা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।ইতোমধ্যে ঋণ করে তার চিকিৎসার্থে প্রচুর টাকা ব্যয় হয়েছে। তাই থ্যলাসেমিয়া আক্রান্ত শিশুকে বাঁচাতে সমাজের সহৃদয়বানদের সহায়তা চেয়েছেন তার পরিবার।
ওয়াসিম এর পিতা একজন গাড়ির ড্রাইভার। একদিকে ছেলের বাঁচার আকুতি অন্যদিকে অভাবের সংসার। তাই ওয়াসিমকে বাঁচাতে সরকারসহ সমাজের সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।তাই মানবিক দৃষ্টিতে আপনারা যতটুকু সম্ভব সাহায্য করুন।
ওয়াসিম এর চিকিৎসার্থে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।সাহায্য পাঠাতে
বিকাশ একাউন্ট নং
01829-331406
নগদ একাউন্ট নং
01858-106614
ব্যাংক একাউন্ট নাম : নাঈম উদ্দিন
একাউন্ট নং : 1551510042089
ডাচ বাংলা ব্যাংক, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম।