একটি হারানো বিজ্ঞপ্তি

কাওসার হোসেন নামে ১২ বছর বয়সের একটি ছেলে হারানো গিয়েছে।
নারায়ণগঞ্জ, রূপগঞ্জ , বরফা নামক স্থান থেকে গত ২৬ শে আগস্ট ভোর ৫ ঘটিকার সময় ছেলেটি হারিয়েছে।
ছেলেটির হারানোর সময় তার গায়ে একটি নীল গেঞ্জি ও পরনে একটি জিন্স প্যান্ট ছিল। ছেলেটির নাকের নিচে ঠোটের উপর মাঝামাঝি অবস্থায় একটি ক্ষত দাগ আছে। ছেলেটি মানসিক রোগী।
ছেলেটির পরিচয় নাম- মোঃ কাওছার হোসেন, পিতা- মজিবুল সরদার, মাতা- সেলিনা বেগম, গ্রাম ২০ নং চর রমনী মোহন, উত্তর চর রমনী, ১ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
কোন হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটির খোজ পেয়ে থাকেন তাহলে ০১৩১৭৭৫৬০৭৭,০১৮২৭২৩৫৮১৭ অথবা ০১৭১৯৩৮৫০৭৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
ছেলেটির জন্য নারায়ণগঞ্জ, রুপগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়েছে, জিডি নাম্বার ২৩৬ ।
একটি মা তার সন্তানের জন্য হাহাকার করছে, তাই লাইক ও শেয়ার দিয়ে এক হতভাগা মায়ের কোলে তার সন্তান কে ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দিন।