হলদিয়া আমিরহাট বাজারের সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নুল আবেদিন’র জন্মদিন

এম. জামশেদুল আলম। রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজার কমিটির সদ্য নির্বাচিত সাধরণ সম্পাদক আলহাজ্ব জয়নুল আবেদিন’র জন্মদিন। তিনি একাধারে, হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক,ইউনিয়ন যুবলীগ নেতা, সর্তারকুল গাউসীয়  শাখার সাধারণ সম্পাদক,সেন্ট্রোল বয়েস অব রাউজানের উপদেষ্টাসহ তিনি আরো না জানা অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।  এই সকল গুনে গুনান্নিত ব্যাক্তির আজ ৮ই সেপ্টেম্বর জন্মদিন।
তিনি এলাকা ও এলাকার বাইরে সাধ্য মত সবাইকে অর্থিক ও অনার্থিক যার যেটার প্রয়োজন সেইটা দিয়ে তিনি সবাইকে সাহায্য -সাহযোগিতা করেন। করোনা কালীন সময়ে তিনি অসহায় মানুষদের ত্রান,অর্থ ও বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সহয়তা করেছেন। এই মহান ব্যক্তিত্বের অধিকারী মানুষটির জন্মদিনে জানায় প্রাণ ঢালা অভিনন্দন, ওনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।