চট্টগ্রামে গোয়েন্দা বিভাগের অভিযানে ১টি চুরি করা  কার সহ ০৩ জন গ্রেফতার

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রামে  গোয়েন্দা বিভাগের অভিযানে ১টি চুরি করা  কার সহ ০৩ জন গ্রেফতার দক্ষিণ মহানগর গোয়েন্দা বিভাগ।
বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ৫:৩০ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রেল স্টেশন  সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়  সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ  ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম নং ২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি চুরি করা কার সহ মোঃ বোরহান উদ্দিন(সুমন)(৩৮), মোঃ সাইফুল ইসলাম(বাছা) (২৬) ও মোঃ নুর হোসেন বচন মেম্বার,(৫৩) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।