দুমকিতে হিফজ ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী)  প্রতিনিধিঃ 
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজি শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্টস হিফজ ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ইসলামি ছাত্রশিবির এর সভাপতি  মোঃ মাসুদ রানা’রসভাপতিত্বে  ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ডিরেক্টর, প্রফেসর ড. মামুন-উর-রশিদ।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক, হাফেজ ডা. রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মো.রফিকুল ইসলাম নূর, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আল মামুন (বাবু) প্রমূখ।
উক্ত ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় ২শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।